খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

যশোর-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২, আহত ৬

অভয়নগর প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর প্রেমবাগের অদূরে শাহিদা পেট্রোল পাম্পের সামনে যশোরগামী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা ২জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৬জন যাত্রী। রোববার বিকালে এ দূর্ঘটনা ঘটে।

বসুন্দিয়া মোড়ের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা তিনটার সময় বসুুিন্দয়া থেকে ৮জন যাত্রী বোঝাই করে একটি ইজিবাইক নওয়াপাড়া বাজারে যাওয়ার সময় শাহিদা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের জনৈক এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অপর ৬জন যাত্রী। এলাকাবসীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায় নি।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ঢাকা মেট্রো ট-২২৫৮১৯ নম্বর ট্রাকটিকে আটক করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!