যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪৬টি নমুনা পজিটিভ ফলাফল দিয়েছে। এ নমুনাগুলো যশোর ও মাগুরা জেলার। একইসাথে যশোর হাসপাতালে করোনা শনাক্ত হয়েছে আরো ১১ জনের।
বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, সোমবার রাতে তাদের ল্যাবে মোট ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪টির ফলাফল নেগেটিভ হয়। তিনি জানান, এদিন যশোরের নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪৭টি। এর মধ্যে ৪২টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। আর মাগুরার ৩৩টি নমুনা পরীক্ষা করে চারটি পজিটিভ পাওয়া যায়। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ফলাফল ইতিমধ্যে সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ৯৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৬৪ জন। মারা গেছেন ৬৮ জন। হাসপাতালে ১৯ ও বাড়িতে ৭৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেট/এমএইচবি