যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এক মাসে হারানো ৪৯টি মোবাইল উদ্ধার, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ১০টি ফেসবুক আইডি পুনরুদ্ধার, হারিয়ে যাওয়া ১০ জন ভিকটিম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মুকিত সরকার শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
এসময় মুকিত সরকার বলেন, যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় হারানো ৪৯টি মোবাইল উদ্ধার, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, ১০টি ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ৯ জন ভিকটিম মিসিং হয়েছে। জেলার ৯টি থানায় জিডি মুলে যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে এগুলো উদ্ধার করে। এদিন প্রকৃত মালিকের কাছে এগুলো ফিরিয়ে দেয়া হয়।
খুলনা গেজেট/ এস আই