র্যfব -৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশকরা ৩৬০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করেছে। জেলি পুশ চিংড়ি নিয়ে খুলনা থেকে পাবনা জেলার উদ্দেশ্যে রওনা করা মিনি ট্রাকসহ এ চিংড়ি জব্দ করা হয়। বুধবার (২২ মে) বিকালে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বকচর মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অপরাধী ধরা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বকচর মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করেন। সেখানে চিংড়ি ভর্তি ট্রাকটি থামিয়ে ট্রাকের মধ্যে রাখা ক্যারেট ভর্তি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করেছে কিনা তা চেক করেন। এ সময় (রেজি নং ঢাকা মেট্ট ণ- ১৯-৬০৭৮) ট্রাক টিতে ১৮ টি ক্যারেট ভর্তি আনুমানিক ৩৬০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য এর প্রদত্ত ক্ষমতা বলে উদ্ধারকৃত ক্যারেট ভর্তি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় মা ফিস এর মালিক পাইকগাছার প্রশান্ত মন্ডলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি বাজারজাত ও পরিবহনে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
পরে পুশ করা চিংড়ি বিনষ্ট করা হয়।
খুলনা গেজেট/কেডি