খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

যশোরে হাত-পা বিহীন লিতুন জিরা প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন রোববার

নিজস্ব প্রতিবেদক, যশোর

এবার যশোরে হাত-পা ছাড়া জন্ম নেয়া শারীরিক প্রতিবন্ধী লিতুন জিরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লিতুন জিরার পড়াশুনা ও চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অর্থসহায়তা দিচ্ছেন। আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা নিজ হাতে লিতুন জিরাকে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন। এর আগে লিতুন জিরা গত ৩ মার্চ শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লেখেন। সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রী লিতুনের খোঁজ খবর নেন।

লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। দুই ভাই-বোনের মধ্যে ছোট লিতুন। তার বাবা হাবিবুর রহমান ওই উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি ১৮ বছর ধরে কলেজটিতে শিক্ষকতা করছেন। লিতুনের মা জাহানারা বেগম গৃহিণী। জন্ম থেকেই লিতুন জিরার দুটি পা নেই। দুই হাতও নেই। তবু লেখাপড়ার অদম্য চেষ্টা মেয়েটির। লেখার জন্য ডান হাতের বাহুর আগা মুখে কলম চেপে ধরে চোয়ালে। এভাবে লিখেই কৃর্তিত্বের সাথে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পড়াশুনা করছে মাধ্যমিকে। এবার সে উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষা দেবে। এর আগে, ২০২০ সালে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়ার সঙ্গে বৃত্তি পায় লিতুন জিরা।

লিতুন শুধু পড়াশুনায় কৃর্তিত্ব অর্জন করেছে তা নয়, পাশাপাশি সে টানা দ্বিতীয়বারের মতো রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে পুরস্কার লাভ করেছে। এছাড়াও আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিজের পারদর্শিতার পাশাপাশি খুলনা বেতারেও নিয়মিত গান ও কবিতা আবৃত্তি করছে।

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশের অনুমতি ও ৫ লাখ টাকা অর্থ সহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি এসেছে লিতুন জিরার বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন লিতুন জিরার বাবা হাবিবুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে দারুণ ভূমিকা রেখেছেন টিম পজিটিভ বাংলাদেশের কর্ণধার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী বলেন, গতমাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম, তামান্না নূরার মতো অদম্য মেধাবী লিতুন জিরাও যেন তার স্নেহের আঁচল তলে ঠাঁই পায়। তিনি সেই আহ্বানে সাড়া দিয়ে লিতুন জিরার লেখাপড়া ভালোভাবে চালিয়ে নিতে ‘প্রধানন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য বরাদ্দ করেছেন এবং আগামীতে লিতুন জিরার যে কোনো নৈতিক প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইনশাল্লাহ, সকল প্রতিবন্ধকতা জয় করে আমাদের বোন এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, লিতুন খুবই মেধাবি। ছোটবেলা থেকেই উদ্যোমী। পড়াশুনাসহ নতুন কিছু করার প্রতি তার আগ্রহ রয়েছে। ওর হাতের লেখা সুন্দর। ভালো ছবিও আঁকতে পারে। কবিতা আবৃত্তি করতে পারে। গান গাইতে পারে। পিএসসিতে জিপিএ-৫ এর সঙ্গে বৃত্তি পেয়েছে। ও যতদূর পড়তে চায়, আমি ওকে তত দূর পড়াবো।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পাঁচ লাখ টাকার অনুদান দেবেন বলে একটি চিঠি এসেছে বাড়িতে। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী কার্যালয়ের পিএস আমার সাথে কথা বলেপ্রণ। আগামী রোববার সেই চেক লিতুনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিতুনের পাশে দাঁড়ানোয় তিনি ধন্যবাদ জানান।

এর আগে যশোরের মনিরামপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী তামান্না নূরার কৃতিত্ব দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা তার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে সহযোগিতা করেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!