খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

যশোরে সাড়ম্বরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যশোর প্রতিনিধি

মুক্তিযুদ্ধের আদর্শে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে যশোরে সাড়ম্বরে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। যথাযোগ্য শ্রদ্ধা ও ভালবাসায় জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

রোববার সকালে যশোরের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এদিন সকাল ৮টায় র‌্যালি ও বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল আটটায় র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, যশোর পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী হায়দার গণি খান পলাশ, যশোর জেলা, সদর ও পৌর শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, যবিপ্রবি ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপির কার্যালয়, জিলা স্কুল, প্রাথমিক শিক্ষা অফিস, গণপূর্ত বিভাগ, বিটিসিএল, সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি-১, সড়ক ও জনপথ বিভাগ, জেলা শিক্ষা অফিস, পাসপোর্ট অফিস, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, বিসিক যশোর, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যবিপ্রবি সাংবাদিক সমিতি, প্রধান ডাকঘর, মহিলা বিষয়ক অধিদপ্তর, মুসলিম একাডেমি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, মডেল পলিটেকনিক ইন্সটিটিউট, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, জেলা রেজিস্টেশন বিভাগ, এস এম সুলতান ফাইন আর্টস স্কুল, মুক্তিযুদ্ধ মঞ্চসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১টায় শিশু একাডেমি যশোরের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকতা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত ও জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক। শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় চারটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!