যশোর সদর উপজেলার জলকর গ্রামে শালিসের মধ্যে জাহিদুর রহমান তুহিন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শনিবার (০৫ জুন) কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। তুহিন ইছালী মডেল কলেজের কারিগরি শাখায় চাকরি ও মুদির ব্যবসা করেন।
মামলায় বলা হয়েছে, আর্থিক লেনদেন নিয়ে আসামিদের সাথে তার স্বামীর পূর্ব শত্রুতা ছিল। বিভিন্ন সময় সন্ত্রাসীরা তুহিনকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার বিকেলে এ বিষয়ে নিয়ে স্থানীয়রা তার বাড়ির মধ্যে শালিস বৈঠকে বসেন। শালিস শুরু হওয়ার সাথে সাথেই আসামিরা তুহিনের সাথে গোলযোগে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসামিরা তাকে মারপিট ও ছুরি দিয়ে তার বামকাঁধে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার আসামিরা হলো, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শালিয়াট গ্রামের তিন ভাই ইমলাখ হোসেন, ইমরান হোসেন ও ইব্রাহিম হোসেন। এছাড়া সুমন মন্ডল ও আলতাফ মোল্লাকে মামলায় আসামি করা হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি