খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

যশোরে র‌্যাবের অভিযান: ভাইপো রাকিবসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ও অস্ত্রধারী ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোর। বুধবার (২৩ আগস্ট) মধ্যরাতে যশোরসহ গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আটক হওয়া আসামিরা হলো, যশোর শহরের বেজপাড়া এলাকার আলোচিত ২৫টি মামলার আসামি মো: রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের কাশেম আলীর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের সানু ফকিরের ছেলে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) ও একই গ্রামের আব্দুল কাদের (৩৪)।

অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, এ সকল আসামিদের মধ্যে ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে থানায় ২৫টি মামলা রয়েছে। এছাড়া, অনান্য আসামিদের মধ্যে তরিকুল ইসলাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে বেজপাড়া থেকে আটক করা হয়।

আসামি জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাকে ঢাকার মিরপুর এলাকা থেকে আটক করা হয়। আসামি সাগর হোসেনকে আরবপুর ইউনিয়নের ইংলিশ স্কুল এন্ড কলেজের সামনে থেকে আটক করা হয়। সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও এত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আব্দুল কাদের ও সাগর অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড চালাচ্ছিল বলে জানায় র‌্যাব। এছাড়া তাদের বিরুদ্ধেও একাধিক হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনেও মামলা রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!