বোনকে অশ্লিল কথা বলায় রাকিবকে খুন করা হয়েছে বলে আদালতে স্বীকার করেছেন হত্যাকারী সোহান। সে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলাম শরিফের ছেলে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামির জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্র জানায়, সোহানের বোনকে রাকিব বিভিন্ন সময় উত্ত্যক্ত ও অশ্লিল কথা বলতো। বিষয়টি রাকিবকে নিষেধ করলেও তিনি শুনতেন না। বাধ্য হয়ে সোহান তার বন্ধু রাকিবকে ছুরিকাঘাত করে। এতে মারা যায় রাকিব। এরসাথে তিনি একাই জড়িত, তার সাথে কেউ ছিল না।
গত ২১ মার্চ সন্ধ্যায় এনায়েতপুরের হাফিজুর রহমানের ছেলে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রাকিবুল বাড়ির সামনে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় তারই বন্ধু সোহান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে সোহানকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। আদালতে হাজিরার পর সোহান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
খুলনা গেজেট/এমএইচবি