যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতি এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার এক শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছিলেন। যার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো জেলা যুবলীগ। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছিলো।
যুবলীগের একাধিক সূত্র জানায়, তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় রোববার তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার যশোরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল ইসলামকে মোবাইলে হুমকি দেন। ৬ মিনিট ৮ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওতে শোনা যায়, যুবলীগের নেতা মাজহারুল বারবার অকথ্য ভাষায় প্রধান শিক্ষক রবিউল ইসলামকে গালাগালাজ করছেন।
এ ঘটনায় গত ৩১ মার্চ ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থেকেই ঘটনাটি আলোচনায় উঠে আসে। শেষমেষ যুবলীগের সদস্য পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।
খুলনা গেজেট/ এস আই