যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের বৃদ্ধ মুক্তার সরদার হত্যা মামলায় তার দু’ ভাগ্নেসহ তিনজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। অভিযুক্তরা হলেন একই গ্রামের মাজাহারুল ইসলামের দু’ ছেলে ও নিহতের ভাগ্নে মামুন হোসেন, মাসুম হোসেন ও আব্দুল খালেক সরদারের ছেলে আসাদুল সরদার।
তদন্ত শেষে এ চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এটিএম তরিকুল ইসলাম। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় দু’জনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে।
মামলা সূত্রে জানা গেছে, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল মুক্তার সরদার ও তার পরিবারের। চলতি বছরের ২ জানুয়ারি দুপুরে মুক্তার সরদারের ভাই বক্কার সরদার ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার ভাগ্নে মামুন ও মাসুম তার পথরোধ করে মারপিট করতে যায়।
এসময় স্থানীয়রা এসে বক্কারকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। বিকেল ৩টার দিকে বক্কার ও মুক্তার ভাগ্নেদের বাড়িতে গিয়ে মারার কারণ জানতে চান। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা ধাওয়া করে গ্রামের মাঠের ডিপ টিউবওয়েলের পাশে নিয়ে মুক্তার সরদারকে পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের ভাই লিয়াকত সরদার পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় নিহতের বোন আয়েশা খাতুন ও ভগ্নিপতি মাজহারুল ইসলামের অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত মামুন ও মাসুমকে পলাতক দেখানো হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি