যশোরে মাদক মামলায় নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত নাজমুল হোসেন শার্শা উপজেলার স্বরুপদহ গ্রামের মনজেল আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় তারা বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাসে (যশোর-ব-১০১৩) তল্লাশি চালায়। অভিযানে বিজিবির হাতে ধরা পড়ে নাজমুল। তাকে গাড়ি থেকে নামিয়ে দেহ তলাশি চালিয়ে লুঙির কোমরে বাঁধা ১শ’ গ্রাম হেরোইনের একটি প্যাকেট জব্দ করে। যার মূল্য দশ লাখ টাকা। পরে বিজিবির কাছে সে স্বীকার করে হেরোইন তার ও সে একজন মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় বিজিবি আমড়াখালি চেকপোস্টে কর্মরত হাবিলদার আব্দুল কাদের বাদী হয়ে নাজমুলের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। শার্শা থানার তৎকালীন এসআই এনামুল হক মামলাটি তদন্ত করে নাজমুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
বুধবার এ মামলার রায় ঘোষণার দিনে আদালত আসামি নাজমুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই