যশোরে মাদক মামলায় আছারুন্নেছা নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আছারুন্নেছা চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের শহর আলীর মেয়ে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি জিএম আবু মুসা।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৯ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা জানতে পারে চৌগাছার বড় কাবিলপুরের একটি বাড়িতে বিপুল পরিমান ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মজুদ রয়েছে। তাৎক্ষনিক পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আছারুন্নেছার বাড়ি ঘেরাও করে। এরপর নিজ ঘরের চৌকির নিচ থেকে বস্তায় ভরা ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার ও আছারুন্নেছাকে আটক করা হয়।
এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আছারুন্নেছাকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের উপ পরিদর্শক মোহাম্মদ আলী শেখ আদালতে চার্জশিট জমা দেন।
বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়। এ রায়ে আদালত আছারুন্নেছাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
খুলনা গেজেট/ এসজেড