মাদক মামলায় যশোরের চৌগাছার বড় কাবিলপুর গ্রামের মানিকজান নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মানিকজান উপজেলার বড় কাবিলপুর গ্রামের শাহাজানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ মার্চ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কাছে খবর আসে মানিকজানের বাড়িতে ফেনসিডিল ক্রয়-বিক্রয় চলছে। এর ভিত্তিতে একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় থাকা তিনশ’ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় তত্বাবধায়ক শরিয়ত উল্লাহ বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন।
ওই মামলায় একই গ্রামের লতিফ মুন্সীর ছেলে সজলকেও আসামি করা হয়। বলা হয়, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে মামলাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোলের ইন্সপেক্টর তাজুল ইসলাম ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
এ মামলার দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিনে আসামিদের উপস্থিতিতে মানিকজানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। অন্যদিকে দোষী সাবস্ত না হওয়ায় সজলকে খালাস প্রদান করেন আদালত।
খুলনা গেজেট/এএজে