খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরে দোকান খুলে ব্যবসা করা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৩০ জুন) দিনব্যাপি চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার পরিচালিত আদালতে ৪টি মামলা দিয়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। তিনি আরএন রোড, রেলরোড ও হুসতলা এলাকায় অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ধর্মতলা, পালবাড়িমোড়, ধর্মতলা, মণিহার এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান মণিরামপুর উপজেলা ও যশোরের উপশহর, ঘোপ জেল রোড, উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেন। দড়াটানা, মুজিবসড়ক, চারখাম্বা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন।

করোনা সংক্রমণরোধে জেলা প্রশাসনের প্রত্যাহিক অভিযানের সিডিউল অনুযায়ী এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় তারা মানুষকে জরুরি প্রয়োজনে নিরাপদে সচেতনতামূলকভাবে চলাফেরা করার নির্দেশ দেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!