পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রস্তুতি, নিরাপত্তা, সম্মাননাসহ বিভিন্ন বিষয়ে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার দুুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, বরাবরের মতো এবারেও পৌরপার্কে হবে অনুষ্ঠান। সকাল ৭ টা ১ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে ঘন্টা তিনেকের মতো চলবে। রমজান মাস উপলক্ষে এবারের আয়োজনে একটু স্বল্পতা আনা হয়েছে। অনুষ্ঠান নির্বিঘœ করতে ৮ টি উপ পর্ষদ গঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদীচী কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। পুলিশ প্রশাসনও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বরাবরের মতো এবারেও ডাক্তার রবিউল নববর্ষ পদক-১৪২৯ প্রদান করা হবে। এবারের পদকের জন্যে মনোনীত হয়েছেন উদীচীর প্রাক্তণ সম্পাদক মন্ডলীর সদস্য সমু চৌধুরী ।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু বলেন, অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক সমাজ ও হাসি গানে মুখরিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদীচীর সাংস্কৃতিক আন্দোলনে নতুন বছরের এ আয়োজনে সকলে তাদের পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা একরাম-উদ-দৌল্লা, বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদের অনুষ্ঠান বিষয়ক আহবায়ক শাহেদ নওয়াজ এবং আমন্ত্রণ বিষয়ক উপ পর্ষদের আহবায়ক শুভংকর গুপ্ত শুভ।