খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

যশোরে বর্ষবরণ উপলক্ষে উদীচীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, যশোর

পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রস্তুতি, নিরাপত্তা, সম্মাননাসহ বিভিন্ন বিষয়ে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার দুুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, বরাবরের মতো এবারেও পৌরপার্কে হবে অনুষ্ঠান। সকাল ৭ টা ১ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে ঘন্টা তিনেকের মতো চলবে। রমজান মাস উপলক্ষে এবারের আয়োজনে একটু স্বল্পতা আনা হয়েছে। অনুষ্ঠান নির্বিঘœ করতে ৮ টি উপ পর্ষদ গঠিত হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদীচী কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। পুলিশ প্রশাসনও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। বরাবরের মতো এবারেও ডাক্তার রবিউল নববর্ষ পদক-১৪২৯ প্রদান করা হবে। এবারের পদকের জন্যে মনোনীত হয়েছেন উদীচীর প্রাক্তণ সম্পাদক মন্ডলীর সদস্য সমু চৌধুরী ।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু বলেন, অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক সমাজ ও হাসি গানে মুখরিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদীচীর সাংস্কৃতিক আন্দোলনে নতুন বছরের এ আয়োজনে সকলে তাদের পাশে থাকবেন বলে তিনি প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা একরাম-উদ-দৌল্লা, বর্ষবরণ উৎসব উদযাপন পর্ষদের অনুষ্ঠান বিষয়ক আহবায়ক শাহেদ নওয়াজ এবং আমন্ত্রণ বিষয়ক উপ পর্ষদের আহবায়ক শুভংকর গুপ্ত শুভ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!