যশোরের মণিরামপুরের রূপসপুর গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক রং মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় রূপসপুর গ্রামের মাঠের একটি আলু ক্ষেতের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন রুপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে বিকেলে বাজারে যাওয়ার উদ্দেশ্যে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন সম্ভব্য স্থানগুলোতে খোঁজখবর নিয়ে তাকে না পেয়ে মা অবিরোন নেছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার জাহাঙ্গীরের পিতা নায়েব আলী মাঠে কাজ করতে গেলে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুজির এক পর্যায় মাঠের একটি আলু ক্ষেতের ঝোপ-ঝাড়ের মধ্যে জাহাঙ্গীরের লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে মণিরামপুর থানা অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, ঝাঁপা ফাড়িঁর ইনচার্জ সনজিৎ কুমার ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ইউপি চেয়ারম্যান মাষ্টার জহরুল ইসলাম বলেন, সবমিলে মনে হচ্ছে তাকে খুন করা হতে পারে।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, জাহাঙ্গীর হোসেন হত্যা নাকি আত্মহত্যা করেছে, সে ব্যাপারে আমরা স্পষ্ট নই। লাশ ফুলে ফেপে প্রায় পচন ধরার কারণে কোন কিছু বুঝা যাচ্ছে না। এ কারণে ময়না তদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে। নিহত জাহাঙ্গীরের দাদা আবু তালেব তাকে খুন করেছেন বলে দাবি করা হয়েছে সাংবাদিকদের কাছে।
খুলনা গেজেট/এনএম