পুলিশ ও র্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর একটি দল শহরের শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পাশের পুকুর পাড় থেকে দু’টি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি ধারালো চাকুসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলো, শহরের আশ্রম রোড মহিলা মাদ্রাসার পিছনের আলী মিয়ার ছেলে অনিক হাসান ওরফে মেহেদী ও রেলগেট পশ্চিমপাড়ার লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ শানু। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, সোমবার ২২ ফেব্রুয়ারী বিকেলে আসামী অনিক হাসান ওরফে মেহেদীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এসময় গোপন সূত্রে খবর পান মেহেদী রেলস্টেশন সংলগ্ন রুপসা হোটেলে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে রুপসা হোটেলে অভিযান চালিয়ে সেখান থেকে মেহেদীকে আটক ও তার প্যান্টের পকেট থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়। এরপর মেহেদীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এসআই মফিজ তাকে নিয়ে মঙ্গলবার রাত ১২ টার ১০ মিনিটে শংকরপুর বধ্যভূমি স্মৃতি স্তম্ভের পশ্চিমপাশের পুকুর পাড় থেকে তার দেখানো মতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে। মেহেদী এলাকায় চাঁদাবাজ হিসেবে পরিচিত। ওই এলাকায় এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখান থেকে মেহেদী চাঁদা আদায় করেনি।
অপরদিকে, র্যাব-৬ খুলনা লবনচরা স্পেশাল কোম্পানীর ডিএডি পুলিশ পরিদর্শক রমজান আলী জানান, ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ৩ টার পর যশোর পৌরসভা ৫নং ওয়ার্ড রেলগেট পশ্চিমপাড়ার বিল্লাল খানের বাড়ির সামনে থেকে মোহাম্মদ শানুকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। অস্ত্রসহ আটক দু’জনকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই