যশোরে এক কলেজছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হচ্ছে, মাগুরা শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মিয়ার ছেলে রাসেল হোসেন, মৃত শাহাদতের ছেলে জাফর ও নুর মিয়ার জামাই মানিক।
মামলা সূত্রে জানাগেছে, খালার বাড়ি বেড়াতে যাওয়ার সুবাদে আসামিদের সাথে পরিচয় হয় ওই ছাত্রীর। এরপর আসামি রাসেল হোসেন তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমজ সম্পর্কের একপর্যায়ে আসামি রাসেল সৌদি আরব চলে যায়। এরপর ওই ছাত্রীর সাথে ইমোতে যোগাযোগ করে রাসেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কথা বলতো। মাঝেমধ্যে ইমোতে রাসেল নিজে নগ্ন হয়ে ওই ছাত্রীকে নগ্ন হতে বলতো। নগ্ন হতে রাজি না হলে তাকে বিয়ে করবেনা বলে হুমকি দিতো। বাধ্য হয়ে ওই ছাত্রী অর্ধনগ্ন হয়ে রাসেলের সাথে ভিডিওকলে কথা বলতো। এর কিছুদিনের মধ্যে রাসেল তাকে বিয়ে করা নিয়ে টালবাহান শুরু করে। একইসাথে ওই ছাত্রীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে, অন্যথায় সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি অপর দু’আসামিকে জানালে তারাও চাঁদা দাবি করে।
২০২০ সালের ১ জুলাই আসামিরা ওই ছাত্রীর পাসওয়ার্ড সংগ্রহ করে তার আইডি দিয়ে একটি গ্রুপ তৈরি করে অর্ধনগ্ন ছবি আপলোড শুরু করে। এরপর ফেসবুকে আরেকটি আইডি খুলে তারা ওই ছবি আপলোড করে। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী আদালতে এ মামলাটি দায়ের করেন।