জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা এবার কলার বাজারের বেপরোয়া দামের লাগাম টেনে ধরার তৎপরতা শুরু করেছে। লাগামহীন দামের এ ফলটিতে ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে যশোর শহরের কলার আড়তে অভিযান চালিয়েছে অধিদপ্তর।
শহরের রেলবাজার এলাকার মহিউদ্দিনের কলার আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয় দু’ হাজার টাকা। ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে কলা বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযানটি পরিচালনা করেন। এসময় তার সাথে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএ