যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো ১৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন সাতজন। এদের মধ্যে পাঁচজন নারী ও দু’জন পুরুষ। তাদের বয়স ৬০ থেকে ৮২ বছরের মধ্যে।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দশজন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজন যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে রোববার মোট ভর্তি রয়েছেন ১২১ জন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা পরীক্ষায় ৭৫ জনের পজিটিভ হয়েছে। জেলার ২৪২ জন সন্দেহভাজনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। এ হিসেবে শনাক্তের হার ৩০ দশমিক ৯৯ শতাংশ।
খুলনা গেজেট/এনএম