যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালের রেডজোনে ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে বুধবার ভর্তি রয়েছেন ১৫৩ জন এবং ইয়েলোজোনে ৪৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২৪টি নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩২ শতাংশ। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ৫৮৪টি নমুনা পরীক্ষায় ১৫৭ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ৩৩৯টি পরীক্ষায় ৭৫ জন, জিন এক্্রপার্ট ১১টি পরীক্ষায় ২ জন পজিটিভ হয়েছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৭৩৫ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৭৮২ জন, করোনায় মারা গেছেন ২৫৩ জন৷ শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ১৩৩ জন, কেশবপুরে ৭ জন, ঝিকরগাছায় ২৮ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় ৭ জন, শার্শায় ১১ জন, চৌগাছা উপজেলায় ১৮ জন রয়েছেন।
খুলনা গেজেট/ টি আই