যশোর জেনারেল হাসপাতালের রেড ও ইয়োলোজোনে চিকিৎসাধীন আরও পাঁচ জনের একদিনে মৃত্যু হয়েছে। এদের একজন করোনাভাইরাসে ও চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এসময়ে জেলায় নতুন করে একশ’ ৭০ জনের করোনা পজিটিভ হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড রেড ও ইয়োলোজোনে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় মারা গেছেন বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মতলেব বিশ্বাস (৬৩) ও ইয়োলোজোনে করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, বাঘারপাড়ার খলিলপুর গ্রামের হাসান আলী (৬০), শার্শার নাভারণ বাজারের মিজানুর রহমান (৬৫), সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের রোকেয়া খাতুন (৬২) ও ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের রোকেয়া বেগম (৭০)।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে দুইশ’ ৭৮ টি নমুনায় একশ’ ২০ জন ও একশ’ ৫৫ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, কেশবপুরে ১৩, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ২৪, মণিরামপুরে ৯ ও শার্শায় ২০ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার তিনশ’ ৪৭ জন। সুস্থ হয়েছেন ছয় হাজার আটশ’ ৮৮ জন। মৃত্যু হয়েছে একশ’ ২০ জনের। বর্তমানে হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৯ ও ইয়োলোজোনা চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন।