খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

যশোরে এবার পুলিশের ঘরে চুরি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এবার পুলিশের বাড়িতে চুরি হয়েছে। এসময় চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে চুরির ঘটনার পরদিন পুলিশ কনস্টেবল ইমরান হোসেন অজ্ঞাত আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।

বাদী মামলায় বলেছেন, তিনি যশোর পুলিশ লাইনসের রিজার্ভ অফিসে কর্মরত আছেন। শহরের টালিখোলা এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে স্ত্রীসহ বসবাস করেন। কয়েকদিন আগে তার স্ত্রী মোনালিসা হক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ২ এপ্রিল তিনি বাসা থেকে ডিউটির উদ্দেশ্যে বের হন। এরপর ৩ এপ্রিল ভোর সাড়ে পাঁচটার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে মেইন গেটের দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন পিছনের জানালা ভাঙ্গা। আলমারির মধ্যে রাখা দুই লাখ ২৩ হাজার ৫০০ টাকা এবং আরো দুই লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার নেই। অজ্ঞাত চোরেরা ২ এপ্রিল সন্ধ্যা থেকে ৩ এপ্রিল ভোর পর্যন্ত ঘরে কেউ না থাকার সুযোগে পিছনের জানালা ভেঙ্গে টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!