খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

যশোরে একটন জেলি পুশ করা চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে র‌্যাবের অভিযানে জেলি পুশ করা একটন চিংড়ি আটক হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে যশোর শহরের মনিহার এলাকায় দুটি পরিবহন বাসে তল্লাশি চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়। এ নিয়ে র‌্যাব-৬ যশোরের সদস্যরা জেলি পুশ করা চিংড়ির ১১টি অভিযান পরিচালনা করে ৯ টনের বেশি চিংড়ি জব্দ করেছেন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, ওইদিন রাত ৯টার দিকে তারা গোপন সংবাদ পান জেলি পুশ করা অস্বাস্থ্যকর বিপুল পরিমাণ চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে দুটি বাসযোগে যশোরের দিকে আনা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল মণিহার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ৯টার দিকে তারা ঢাকামুখী দুটি যাত্রীবাহী পরিবহন বাস শামীম এন্টাপ্রাইজ ও মেট্রাপলিটন পরিবহন আটক করে তল্লাশি চালায়। এসময় বাসে রাখা ককশিট ভর্তি বিপুল পরিমাণ চিংড়ি জব্দ হয়। জব্দকৃত চিংড়ির পরিমাণ প্রায় একটন বলে র‌্যাব দাবি করেছে। চিংড়ি মাছে জেলি পুশ করার প্রমাণ পায় র‌্যাব সদস্যরা। এরপর তারা ভ্রাম্যমাণ আদালত গঠন করে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ভঙ্গের অপরাধে শামীম এন্টারপ্রাইজ বাসের মালিক শামীম হোসেনকে ৩০ হাজার টাকা ও মেট্রোাপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকাসহ সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে অংশ নেন র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি নাজমুল হক ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজা।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!