যশোরে উৎসবমুখর পরিবেশে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মানুষ। মানুষকে উদ্বুদ্ধ করতে গত ৭ আগস্ট দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন জেলার ৯১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকার প্রথম ডোজ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জেলায় পাঁচ হাজার দুইশ’ ২২ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে।
যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নিরিবিলি সরকারি প্রথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে ভোর থেকেই টিকা নিতে লাইন শুরু হয়। এখানে আরিফ আহমেদ নামে একজন জানান, দ্বিতীয় ডোজ কবে কোথায় কিভাবে দেয়া হবে, তা আগে থেকে জানানো হয়নি। ৬ সেপ্টেম্বর রাতে জানতে পেরেছেন তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এ জন্য সকালে এসেছেন টিকা নিয়ে অফিস ধরতে।
চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন জানান, গণটিকার বিষয়ে তিনি সোমবার জানতে পেরেছেন। জানামাত্র ওয়ার্ডে মাইকের মাধ্যমে তা প্রচার করা হয়েছে। ভোর ৬টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন টিকা প্রত্যাশীরা। অনেকে ভুল করে প্রথম ডোজ টিকা নেয়ার জন্য আসেন। তবে সুযোগ না থাকায় তাদের ফিরিয়ে দেয়া হয়। তাদের নিবন্ধন করে স্বাভাবিক নিয়মে নির্ধারিত কেন্দ্রে থেকে টিকা নিতে হবে।
এদিকে, যশোর দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী, ইউপি সদস্য সেলিম হোসেন, আমিন উদ্দীন, সদর উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, শন্তিপূর্ণভাবে যশোরে দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। যারা এ দিনে টিকা নিতে পারেননি তাদের ভয়ের কিছু নেই, সবাই টিকা পাবেন। সে ক্ষেত্রে তাদের জেলা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।
খুলনা গেজেট/কেএম