যশোরে আরও ২০ হাজার ডোজ করোনা প্রতিরোধী (ভ্যাকসিন) টিকা পৌঁছেছে। বরিশাল বিভাগ থেকে ফ্রিজার গাড়িতে তিনটি বক্সে করে রাত আটটা ২০ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ে টিকার দ্বিতীয় পর্যায়ের এ চালান এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন শেখ আবু শাহীন।
সিভিল সার্জন জানান, ৩১ জানুয়ারি প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ (ভ্যাকসিন) টিকা আসে। ইতিমধ্যে জেলায় ৯১ হাজার চারশ’ ৬৩ জন টিকা গ্রহণ করেছেন। যা খুলনা বিভাগের সর্বোচ্চ। যশোরবাসীর চাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও (ভ্যাকসিন) টিকা পাওয়ার জন্য আবেদন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে বরিশাল বিভাগ থেকে যশোর জেলার জন্য প্রথম ধাপের দ্বিতীয় চালানে আরও ২০ হাজার ডোজ (ভ্যাকসিন) টিকা বরাদ্দ দিয়েছে। ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মশিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান।
এদিকে, যশোরে বুধবার করোনার টিকা নিয়েছেন দু’ হাজার নয়শ’ ১৪ জন। এদের মধ্যে পুরুষ এক হাজার নয়শ’ ২৯ ও নারী নয়শ’ ৮৫ জন। স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যানে, বুধবার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন পাঁচশ’ ২৭ জন। এদের মধ্যে পুরুষ তিনশ’ ৪০ ও নারী একশ’ ৮৭ জন। পুলিশ হাসপাতালে ২০ জন পুরুষ ও আট জন নারী পুলিশ সদস্য, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মেডিকেল স্কোয়াড্রনে ১৫ জন পুরুষ ও দু’ জন নারী, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুশ’ ৫৪ জন পুরুষ ও ছয়জন নারী টিকা গ্রহণ করেছেন।
এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ একশ’ ৬৬ ও নারী একশ’ চারজন, বাঘারপাড়ায় পুরুষ একশ’ ৩৫ ও নারী একশ’ পাঁচজন, চৌগাছায় পুরুষ ৭৪ ও নারী ছয়জন, ঝিকরগাছায় পুরুষ একশ’ ৫৫ ও নারী ৯১ জন, কেশবপুরে পুরুষ দুশ’ ও নারী একশ’ ১৯ জন, মণিরামপুরে পুরুষ তিনশ’ ৯১ ও নারী দুশ’ ৩৬ জন ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ একশ’ ৭৯ ও নারী ৯১ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।