যশোর কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস বলেন, এদিন সকাল ১০টার দিকে আমি স্কুলে আসি। তখন স্কুলের শিক্ষকরা ভবনের পেছনে বাথরুমের দিক থেকে দুর্গন্ধ আসছে বলে জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অনেক সেখানে জড়ো হন। এরপর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সেফটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করে। এটি অর্ধগলিত ছিল। তাকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তিনি মাঝ বয়সি বলে ধারণ করা হচ্ছে। অনেকে ধারণা করেছেন, দুর্বৃত্তরা তাকে পরিকল্পিবাবে হত্যা করে লাশ স্কুলের সেফটিক ট্যাংকের মধ্যে ফেলে গেছে। দুর্গন্ধের কারণে মৃতদেহটি শনাক্ত হয়েছে বলে তিনি জানান।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। কিন্তু এখনো বিস্তারিত আমরা জানতে পারিনি। মৃতদেহটি অর্ধগলিত হওয়ায় তাকে কেউ চিনতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম