খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি
মাঠে নেমেছে ৬০ টিম

যশোরের সড়কগুলোতে সেনা-বিজিবি টহল জোরদার

যশোর প্রতিনিধি

যশোরে করোনা সংক্রমণরোধে মানুষকে ঘরে রাখতে সড়কে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে ৬০টি টিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিল প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে যৌথ বাহিনীর এ অভিযান শুরু হয়েছে।

অভিযানের সার্বিক বিষয় নিয়ে এদিন সকাল দশটায় যশোর কালেক্টরেট চত্বরে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা। এসময় জেলা প্রশাসক বলেন, দেশে করোনার বিস্তাররোধে নতুন করে কঠোর লকডাউন ঘোষণা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেপ্রণ। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে সিভিল প্রশাসন। এদিন তার সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলা জুড়ে ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মানুষকে ঘরে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, সংক্রমণরোধে যশোরে মোট ৬০টি টিম কাজ করছে, যার মধ্যে সেনাবাহিনী ও বিজিবির দশটি করে টিম রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। যদি কেউ নির্দেশনা অমান্য করেন, তার বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেনাবাহিনী কর্মকর্তা মোহাম্মাদ তানভির আহম্মেদ বলেন, করোনা মহামারি মোকাবেলায় সেনাবাহিনী জনসচেতনতায় মাঠে আছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশনা মোতাবেক সেনাবাহিনীর কর্মতৎপরতা চলছে। এ কাজে তিনি জনগনের সহযোগিতা কামনা করেন।

ব্রিফিংয়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা একযোগে যশোরের রাস্তায় নামেন। তারা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল শুরু করেন। তাদের কাজের এ ব্যপ্তি উপজেলা পর্যায়েও চলবে বলে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল আহম্মেদসহ জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!