ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ৩৯৯ রানের লক্ষমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া।
শুরুতে ঝড় তুললেন ডেভিড ওয়ার্নার। ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। শেষদিকে অবশ্য সব আলো কেড়ে নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে বাজে সময় পার করছিলেন। অবশেষে ফিরলেন স্বরূপে। ডাচ বোলারদের রীতিমতো কচুকাটা করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি।
আজ (বুধবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়ার্নার-ম্যাক্সওয়েলের রেকর্ডরাঙা সেঞ্চুরিতে ভর করে অল্পের জন্য দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড (৪২৮) হলো না অস্ট্রেলিয়ার। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
বিস্তারিত আসছে….