খুলনা, বাংলাদেশ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামীকাল ১২৭ পুলিশ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
  মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুম-খুনের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে : তারেক রহমান

মৃত্যুহীন দিনে খুলনা বিভাগে করোনা শনাক্ত ৭১৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের ২ হাজার ১২১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭১৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩.৬৬ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি। এর আগে, সোমবার ৬৮৮ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭১৪ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর। এই জেলায় সর্বোচ্চ ১৯৬ জনের শনাক্ত হয়েছে। আর খুলনায় ১৮২ জন, কুষ্টিয়ায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহে ৭২ জন, সাতক্ষীরা ৬১ জন, মাগুরায় ৩১জন, চুয়াডাঙ্গায় ২৬ জন, বাগেরহাটে ২৩ জন, নড়াইল ও মেহেরপুরে ১৩ জন করে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৭ হাজার ৪৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৫৯ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২০২ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৯ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ২৮১ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে হাসপাতালের ২৩ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৬ জন, রেডজোনে ৩ জন এবং ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা পজিটিভ এসেছে।

 

খুলনা গেজেট/এমএম/এমএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!