খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল

মুশফিক-লিটনের প্রশংসায় পাপন, বললেন অবিশ্বাস্য!

ক্রীড়া প্রতিবেদক

মাত্র ২৪ রানে নেই ৫ উইকেট! ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায়ই এমন ভূতুড়ে দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছিলেন সবাই। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে নিয়ে স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিভি ক্যামেরায় একাধিকবার ধরা পড়ে বিসিবি সভাপতির বিমর্ষ চেহারা।

৫ উইকেট পড়ার আগেই অবশ্য মাঠ ছেড়ে যান বিসিবি সভাপতি। দিনশেষে টাইগাররা ঘুরে দাঁড়ালেও পাপনের রসিকতা, সে সময় মাঠে থাকলে নাকি হার্ট অ্যাটাক করে বসতেন!

আইসিসি চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতিকে কথা বলতে বলা হলে তিনি জানান, ‘হার্টের ডাক্তার দেখিয়ে নেই একটু? কার্ডিওলজিস্টের কাছে যাই আজকে!’

এরপর অবশ্য গণমাধ্যমের সাথে কথা বলেছেন পাপন, সেখানেও ছিল রসিকতার ছোঁয়া। পাপন বলেন, ‘আল্লাহর রহমত, আমি ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সাথে ছিলাম। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন আমাকে- এই, কী অবস্থা খেলার? আমি বললাম- আপা, সাহস নাই দেখার! আমি যতক্ষণ মাঠে না যাব, খেলার খবর শুনছি না। মাঠে এসে লিফটের সামনে দাঁড়িয়ে দেখলাম এই অবস্থা। তখন তো স্বাভাবিকভাবেই অবাক।’

হতাশ হয়ে একপর্যায়ে খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন বিসিবি সভাপতি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাসেজে জানতে পারেন লিটন ও মুশফিকের শতকের কথা, ঘুরে দাঁড়ানোর কথা।

পাপন বলেন, ‘মুশফিক ও লিটন যেভাবে ব্যাট করেছে, তারা বিশেষ প্রশংসার দাবীদার। অবিশ্বাস্য! আমাদের কপালটা একটু খারাপ যাচ্ছে। প্রথম টেস্টেও আমরা আশাতীতভাবে কিছু উইকেট হারিয়ে ফেলি, তা না হলে রান আরও বেশি হত। আজ টস জিতে ব্যাটিং নিয়েছে, বুঝতেই পারছেন, অনেক রান করবে এমন আশায়। কিন্তু প্রথম দিকে কেউই দাঁড়াতে পারেনি। ৬.৫ ওভারেই খেলা প্রায় শেষ!’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!