খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

মুমূর্ষ শিশুকে বাঁচাতে এগিয়ে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

গেজেট ডেস্ক 

খুলনায় মুমূর্ষ এক শিশুকে বাঁচাতে এগিয়ে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছরের শিশু আলামিনকে সাহায্য করেন তারা।

দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম কাছ থেকে ব্যক্তিগত অনুদানের নগদ ২০ হাজার টাকা শিশুটির বাবার কাছে তার চিকিৎসার জন্য তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. মিরাজ হোসেন, মো. সৈকত ইসলাম, মো. বোরহান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. মেরাজ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতা মলক কর্মসূচি চলাকালিন আমার এক ছোট ভাই হাসপাতালের মেঝেতে বসে শিশু আলামিনকে কাঁদতে দেখে। পরে জানতে পারে তার নিউমোনিয়া হয়েছে। যা অনেক গুরুতর পর্যায়ে চলে গেছে। এছাড়া তার মায়ের টিউমার হয়েছে। চিকিৎসা না করার কারণে তিনিও ভীষণ অসুস্থ। আলামিনের বাবা মানসিক অসুস্থতার কারণে কিছু দিন আগে পাবনায় চিকিৎসাধীন ছিলেন। আলামিন তাদের একমাত্র সন্তান। শিশুটির পরিবারের হৃদয়বিদারক ঘটনা আমাকে জানায় সেই ছোট ভাই। আমি ততখানিক তাদের সমস্যা জানতে এবং বুঝতে চেষ্টা করি। তাদের ভরসা প্রদান করি তাদের সার্বিক সহায়তা করতে চেষ্টা করবো। এরপর দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করি। মানুষের বিপদে পাশে থাকা মো. সাইফুল ইসলাম ২০ হাজার টাকা নিয়ে হাসপাতালে ছুটে আসেন। তার উপস্থিতিতে আমরা শিশুটির চিকিৎসার জন্য টাকাটা প্রদান করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী বলেন, দরিদ্র, অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করি হাসপাতালের রোগীরা যেন সঠিক চিকিৎসা সেবা পায়। আমাদের ডাকে দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শিশু আলামিনকে সাহায্য করতে এগিয়ে আসায় তাকে ধন্যবাদ।

এ সময় দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শিশু আলামিনের চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. শাখরুখ আহমেদের সাথে তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।

মো. সাইফুল ইসলাম বলেন, মনুষ্যত্বের দাবি হচ্ছে অসহায়ের বিপদে সীসাঢালা প্রাচীরের মতো পাশে দাঁড়ানো। পবিত্র কোরআন ও হাদিসে এর ফজিলতও বর্ণিত হয়েছে। একজন মুসলিম হিসেবে শিশুটির পরিবারের করুন অবস্থা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল ইসলাম বাপ্পী ও মো. মিরাজ হোসেন আমাকে জানায় তখন আমি হাসপাতালে ছুটে আসি। এবং সাধ্য অনুযায়ী সাহায্য করি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!