সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তিনে নামা মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে নিয়েছেন।
বাংলাদেশ ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মিরাজ ৫১ রানে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত করেছেন ২৯ রান। এর আগে লিটন দাস ১৩ রানে বোল্ড হয়েছেন। তরুণ ওপেনার তানজিদ তামিম ৫ রান করে রান আউট হয়েছেন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে চড়াও হন দুই আফগান ওপেনার। পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে আসেন অধিনায়ক সাকিব। এসেই দলকে ব্রেক থ্রু দেন। ইব্রাহিম জাদরানকে তুলে নেন দলের ৪৭ রানে। তিনি খেলেন ২২ রানের ইনিংস। এরপর রহমত শাহকে (১৮) তুলে নেন সাকিব।
দুই উইকেট হারানোর পর দলকে টানছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও হাসমতউল্লাহ শহীদি। তাকে ১৮ রানে তুলে নেন মিরাজ। এরপর দলীয় ১১২ রানে গুরবাজকে ক্যাচে পরিণত করে মুস্তাফিজ। ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করেন তিনি।
আফগানিস্তানের পরের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাই ২০ বলে চারটি চারে ২২ রান করেন। তাদের মিডল ও লোয়ার মিডলের আর কেউ ১০ রানের ঘরে ঢুকতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুইটি উইকেট দখল করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
খুলনা গেজেট/ টিএ