মুক্তিপনের দাবিতে অপহরণ করে রিহান (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ থেকে যশোরে এনে তাকে হত্যা করেছে তার দুলাভাই। বাচ্চাটির শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুর দুলাভাই আবু বকর ফরিদকে পুলিশ হেফাজতে নিয়েছে। রিহান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটাল গ্রামের ওমর বাবুর্চির ছেলে।
পুলিশ জানায়, পালবাড়ি এলাকা থেকে কেউ একজন ৯৯৯ এ ফোন দিয়ে একটি বাচ্চা বাঁচাতে অনুরোধ জানান। তখন পুলিশ দ্রুত পালবাড়িমোড় এলাকায় ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বাচ্চাটিকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এরপর পুলিশ হাসপাতালে এসে জানতে পারে ওই শিশুটি মারা গেছে। আর শিশুর দুলাভাই আবু বক্কর ফরিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আটক আবু বক্কর ফরিদ ঢাকার যাত্রাবাড়ি এলাকার মীর সাইদুল ইসলামের ছেলে। তাকে আটকের পর এ বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে আবু বক্কর ফরিদ তার শিশু শ্যালক রিহানকে অপহরণ করে যশোরে নিয়ে আসে। আসার সময়ই শিশুটিকে মারপিট করা হয়। তার কান্নার আওয়াজ মোবাইলের মাধ্যমে বাবা মাকে শোনানো হয় ও অপহরণের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে শিশুটির শরীরের অবস্থা খারাপ হলে দুপুর ১২টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভর্তির পর দুলাভাই ফরিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ জানান, শিশুটিকে সড়ক দুর্ঘটনায় আহত হিসাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা গেজেট/কেএ