খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

মানহানির অভিযোগে পাউবো’র কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীর মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

মানহাণির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ পরিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী মহসিন আলী বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত আব্দুর রশিদ মানিকগঞ্জ শিবালয় উপজেলার দুধসর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগটি গ্রহণ করে আগামী ৯ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।

মামলা সূত্রে জানা গেছে, মহসীন আলী সুনামের সাথে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করছেন। যার ফলশ্রতিতে কিছু লোক তার ক্ষতি করার ষড়যন্ত্র করে। এরই ধারাবাহিকতায় মহসিন আলীর বিরুদ্ধে বেনামে কে বা কারা অফিসের কর্মকর্তাদের কাছে অভিযোগ দেন। আসামি আব্দুর রশিদ নিজে বেনামী অভিযোগের তদন্তের দায়িত্ব¡ নেন। গত ১৬ ফেব্রæয়ারি আসামি আব্দুর রশিদ যশোর অফিসে এসে লোকজনের সামনে বলেন, মহসিন আলী বিভিন্ন সময়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে। এসময় মহাসিন আলী কি বাড়াবাড়ি করেছি জিজ্ঞাসা করলে তিনি বলেন, একটু ভাব না নিলে তুমিতো টাকা দিবা না। চাকরি করতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় তোমার নামে মিথ্যা রিপোর্ট দিয়ে তোমাকে চাকরিচ্যুত করে দেব। তিনি এ টাকা সকলের সামনে ঘুষ হিসেবেই দাবি করেন। এরপর গত ২৪ আগস্ট মহসিন আলী তার অফিসে গিয়ে সহকর্মীদের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন দেখতে পান। রিপোর্টে ৬টি মিথ্যা ভিত্তিহীন অভিযোগের কথা উল্লেখ করেন। যার মধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ড থেকে বদলি ও বার বার ফিরে আসাকে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে তার বদলি ও ফিরে আসার ব্যাপার নিজের কিছুই নয়। কর্তৃপক্ষের আদেশে বদলি ও ফিরে আসা। আসামি এ তদন্ত রিপোর্ট তৈরি করে তার কপি কর্মস্থলসহ বিভিন্ন অফিসে ও আত্মীয় স্বজনের কাছে দিয়ে হেয় করেছেন। বাধ্য হয়ে তিনি আদালতে এ মানহানির মামলা করেছেন।

এ বিষয়ে জানতে প্রশিক্ষণ পরিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদের মুঠোফোনে কল করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে মোবাইল ফোনের লাইনটি কেটে দেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!