খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নড়াইল প্রতিনিধি

ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এবং মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার ভার্চুয়াল  কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইল সদরের আউড়িয়া ইউনয়নের মুলদাইড়ে অবস্থিত নবমির্মিত  ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের এবং সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের মোট ১১ টি গ্রিড উপকেন্দ্র ও ৬ টি সঞ্চালন লাইন এবং ১৮ জেলার ৩১ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল সলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ওজোপডিকো নড়াইলের নির্বাহী কৌশলী  মোঃ নাছিরউদ্দিন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বিদ্যুৎ বিভাগের অর্থায়নে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের মুলদাইড়ে ৩ একর জমির উপর ৪৪ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এবং ৪২ কোটি ৫২লক্ষ টাকা ব্যয়ে ৩৯.৪৬৮ কিলোমিটার মাগুরা-নড়াইল ১৩২ কেভি সঞ্চালন লাইন নির্মান করা হয়েছে। এ কেন্দ্র ও লাইন উদ্বোধনের ফলে নড়াইলের বিদ্যুৎ গ্রাহকরা লোডশেডিং ও লো-ভোল্টেজের সমস্যার নিরসন হওয়াসহ এখন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার  সুযোগ পাবে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!