খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় বিএনপিনেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ
  রমনার বটমূলে বোমা হামলার মামলায় হাইকোর্টের রায় ৮ মে
  ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলার গোয়েন্দা তথ্য আছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী

মনিরামপুরে মাছের ঘের থেকে কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে ভোলানাথ বিশ্বাস (৬৬) নামে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে। তার কোমর ও পায়ে দড়ি বাঁধা ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ লাশটি উদ্ধার হয়।

ভোলানাথের ছেলে পরিমল জানান, তার বাবা সোমবার ভোরে মাছের ঘেরে যান। ঘেরটি বাড়ির পাশেই অবস্থিত। এরপর আর বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোমর ও পায়ে দড়ি বাঁধা অবস্থায় ঘের থেকে লাশ উদ্ধার করা হয়।

তার দাবি, ব্যবসায় মন্দা যাওযায় কিছুদিন ধরে হতাশায় ছিলেন ভোলানাথ। এ কারণে আত্মহত্যা করতে পারেন।

স্থানীয় ফাঁড়ির ইনচার্জ জানান, এটি আত্মহত্যা কিনা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!