খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মণিরামপুরে বাজারের জন্য সরকারি জায়গার দাবিতে মানববন্ধন-সমাবেশ

মণিরামপুর প্রতিনিধ

‘সরকারী জায়গা চাই, জায়গা বিহীন খাজনা নাই’-এমন দাবিতে দক্ষিণাঞ্চলের অন্যতম আমদানী-রপ্তানীকৃত যশোরের মণিরামপুরে পাইকারী কাঁচাবাজার আড়ৎদার মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন-সমাবেশ কর্মসূচী পালনসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরসভার সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন শেষে মালিক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রায় দেড় হাজার পাইকারী কাঁচাবাজার আড়ৎদার মালিক ও কর্মচারীদের দাবি বিগত ২০ বছর ধরে তারা দক্ষিণাঞ্চলের অন্যতম মণিরামপুর পাইকারী কাঁচাবাজারে ব্যবসা করে আসছেন। দেশের বিভিন্ন জেলা, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ এবং নাটোরসহ আরও অনেক জেলা ও উপজেলা থেকে মণিরামপুর পাইকারি কাঁচাবাজারে প্রতিদিন কাঁচা-পাকা ও শুকনা মালামাল আমদানী-রপ্তানী হয়ে আসছে। দেশের অন্যান্য স্থানে পাইকারি কাঁচাবাজারের জন্য সরকারি জায়গা থাকলেও মণিরামপুরে জায়গা ভাড়া নিয়ে ব্যবসা চালাতে হয়। অথচ প্রতিবছর পৌরসভার মাধ্যমে কাঁচাবাজার ইজারা দিয়ে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব গ্রহণ করছেন। কিন্তু কাঁচাবাজার আড়ৎদার মালিক ও কর্মচারীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর পাইকারী কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, প্রধান উপদেষ্টা উৎপল মজুমদার বাচ্চু, জুলফিকার আলী ভুট্টো, আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলী মনু, ফিরোজ হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!