মণিরামপুরে বিয়ের এক বছর পার না হতেই স্বামীর সাথে বনি-বনা না হওয়ায় বাবার বাড়ীতে অবস্থানকালে পূর্ণিমা মন্ডল (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। পূর্ণিমা মন্ডল উপজেলার পাঁচাকড়ি গ্রামের সুজন মন্ডলের কন্যা।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানাযায়, প্রায় এক বছর পূর্বে উপজেলার কুচলিয়া-দিগঙ্গা এলাকায় বিয়ে হয় পূর্ণিমা মন্ডলের। বিভিন্ন কারনে স্বামীর সাথে বনি-বনা না হওয়ায় সে বেশ কিছুদিন বাবার বাড়ীতে এসে অবস্থান করছিল। উপজেলার নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে জানাগেছে, বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে বাবার বাড়ীর ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন পূর্ণিমা মন্ডল। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধারের পর মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা রুজু করে (১৪ অক্টোবর) বৃহস্পতিবার হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পরিস্কার হবে তার মৃত্যুর প্রকৃত কারণ। তবে পূর্ণিমা মন্ডল আত্মহত্যা করেছে অপমৃত্যু মামলার এজাহারে পরিবারের পক্ষ থেকে দাবী করা হলেও তাতে তার স্বামীর পরিচয় দেয়া হয়নি।