যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে ককটেল বিস্ফোরণে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের মধ্যকুল গ্রামের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর যুবলীগের নেতা ও একাধিক মামলার আসামি জামাল শেখের (৩৫) বাড়ির ধানের গোলায় ককটেল রাখা ছিল। যা কেউ জানতো না। এদিন সকালে গোলায় ধান উঠাচ্ছিল বাড়ির গৃহবধূরা। এসময় হঠাৎ করেই বোমার বিস্ফোরণ ঘটে। এতে সামছুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও জামালের বোন আব্দুল গনি শেখের মেয়ে রুমা বেগম (২৮) গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, জামাল শেখ ‘জামাল বাহিনী’র প্রধান হিসেবে এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় অপহরণ, চাঁদাবাজি ও মারপিটের একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে জামাল। বিস্ফোরণের ঘটনা তার অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বলে মনে করছেন স্থানীয়রা।
খুলনা গেজেট/এনএম