খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
  এবার ঈদুল আজহার ছুটি ১০ দিন
  জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার
  চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া
মানহানির অভিযোগ

য‌শো‌রে পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

মানহানির অভিযোগে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৬ মে) নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গুয়াখোলা গ্রামের আসাদুজ্জামান জনি আদালতে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।

মামলায় অভিযুক্তরা হলেন, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দৌল্লা ও ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌল্লা মিথুন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, আসাদুজ্জামান জনি অভয়নগরের নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তার সার, সিমেন্ট, কয়লা, শিপিং, পার্কসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তিনি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি। একই সাথে তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ৫ মে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকয় “ঘাট-মাদক নিয়ন্ত্রণে অপ্রতিরোধ্য জনি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জনিকে সন্ত্রাসী বাহিনীর লালনকারী, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী ও চোরাকারবারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃপক্ষে জনি এসবের কোন কিছুর সাথে জড়িত নন। তাকে সমাজে হেয় করতে ও প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিদা গ্রহন করে পত্রিকার প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক এহেন মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সংবাদ পত্রিকায় প্রকাশ ও পত্রিকা বিক্রি করে সম্মানহানির অভিযোগে তিনি আদালতে এ মামলা দায়ের করেছেন।

এদিকে, পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মামলা হওয়ায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!