যশোরের মণিরামপুরে সরকারী আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভষ্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। (সোমবার ৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, গোবিন্দপুর ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সোহেল হোসেনের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে বিদ্যুৎ লাইনের তারে আগুন লাগে যায়। এক পর্যায় ওই আশ্রায়ণ প্রকল্পে বসবাসকারী ৪০ পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে গ্রামের নারী-পুরুষরা ক্ষতিগ্রস্তদের রক্ষায় আশ্রায়ণ প্রকল্পের দিকে ছুটতে থাকে।
অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন সোহেল হোসেন, মাসুদ রানা, কাসেম আলী, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মুসলিমা খাতুনসহ ১০ পরিবার।
আশ্রায়ণ প্রকল্পে অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয় খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, এলাকার সাধারন জনগণসহ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও ১০টি ঘর-বাড়ি পুড়ে পরিবারগুলো চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ প্রনব বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট/কেডি