যশোরের মণিরামপুরে বঙ্গবন্ধু, তার সহধর্মিণী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মানহানির অভিযোগে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার (০৬মার্চ )মণিরামপুরের এড়েন্দা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগটি গ্রহণ করে আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আসামিরা হলেন, এড়েন্দা গ্রামের মৃত নূর আলী মোড়লের ছেলে মুস্তাকিন ও নজরুল ইসলাম, মৃত জিয়াদ আলী মোড়লের ছেলে মফিজুর রহমান ও আজিজুর রহমান, মৃত এছের আলী মোড়লের ছেলে আনোয়ার হোসেন, আজিজুর রহমানের ছেলে বাবু হোসেন ও মৃত আত্তাব সরদারের ছেলে আব্দুল মজিদ।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। তারা নাশকতা, বিস্ফোরক, মারামারি সংক্রান্ত মণিরামপুর থানার একাধিক মামলার আসামি। তারা বিভিন্ন সময় সংঘবদ্ধ হয়ে মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করে। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে এড়েন্দা সরদারপাড়ার আজগর আলীর চায়ের দোকানে লোকজন নিয়ে বসে ছিলেন আব্দুল মজিদ। এসময় আসামিরা দোকানে এসে বঙ্গবন্ধু ও তার সহধর্মিণী এবং সমবায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণে তিনি আদালতে মামলাটি দায়ের করেছেন।
খুলনা গেজেট/কেডি