আদালতের নির্দেশ অমান্য করায় মণিরারপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে প্রতিবেদনসহ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দীর্ঘ এক বছর সাড়ে আট মাস অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় বুধবার মামলার ধার্য দিনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, মণিরামপুরের বালিধা গ্রামের আবুল সরদারের ছেলে মাহবুব রহমান ২০২০ সালের ২৬ আগস্ট প্রতারণার অভিযোগে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে লুৎফর রহমানকে আসামি করে আদালতে মামলা করেন। বিচারক এ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনকে। সেই থেকে আজ অবধি এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে আসেনি। বুধবার ধার্য দিনে তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কেন তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি, তা আগামী ২৪ এপ্রিল আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দিয়েছেন বিচারক।
এ বিষয়ে নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এনএম ফারুক হোসাইন জানিয়েছেন, সম্প্রতি তিনি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। আদালত মামলা তদন্তের দায়িত্ব দিয়েছে কিনা তা তার জানা নেই। এমনকি ইউনিয়ন পরিষদের সচিবও তাকে এ বিষয়ে অবগত করেননি।