জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত এদেশে বন্ধুবেশে এসে ৫৩ বছর ডাকাতি করেছে। ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দান থেকে সকল অস্ত্র ও সমস্ত কিছু নিয়ে গেল তারা। একটি গুলির খোসাও ফেরত দিল না। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোরের একটি অভিজাত হোটেলে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শোষণ করতে গিয়ে দেশে বিভক্তি সৃষ্টি করেছে। জাতীয় স্বার্থের কোনো ছাড় দেওয়া হবে না।
জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়া হবে। তাদের রক্ত এখনও নষ্ট হয়নি। ভালো রক্তের হাতেই তুলে দিতে চাই বাংলাদেশ। আমাদের সন্তানেরা করবে আমরা তাদেরকে সহযোগিতা করবো।
যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এএজে