বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের দুঃশাসন ও দমণপীড়নে বিএনপি নেতৃবৃন্দ খাঁটি সোনার রূপান্তরিত হয়েছে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত চাচ্ছে উপমহাদেশে তাদের আধিপত্য কায়েম করতে। শনিবার (৭ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলার উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত বাংলাদেশের ষড়যন্ত্রের বীজ বপন করে চলেছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে এই সকল অপপ্রচারের বিপক্ষে কার্যকার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা হাসিনার দেশ না এটা বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ। পরাজিত শক্তির মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা সাম্প্রদায়িক সংঘাতকে ট্রমকার্ড হিসেবে ব্যবহার করে যাচ্ছে।
হেলাল বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান করেন দ্রুত নির্বাচন দিয়ে গনতন্ত্র ফিরিয়ে আনুন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১৯৮০ সালের ১১ ডিসেম্বর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভর করার লক্ষ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব ঘটান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেস্টা করছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসর্ম্পক নষ্ট করার পায়তারা করছে। দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে। ভেতর বাহির যেকোন ষড়যন্ত্র হলে দেশের মানুষ দলমত নির্বিশেষে রুখে দেবে।
খুলনা জেলা কৃষক দলের মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. আলীম হোসেন, ড. সেলিম হোসেন, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু , মোল্লা খায়রুল ইসলাম, মহানগর আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজীব, মোঃ আবু সাঈদ শেখ প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ