খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

ভাড়াটিয়া দু’ভাই খুন করে শেখহাটির শাহানারাকে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নিজের বাড়িতে মাদক সেবনে বাধা, ভাড়া না দেয়ায় বিতর্ক এবং সোনার গহনার লোভ সামলাতে না পেরেই গৃহকত্রীকে খুন করে দুই ভাড়াটিয়া। শহরতলীর শেখহাটি আদর্শপাড়ার গৃহবধূ শাহানারা বেগম সানা হত্যার ২৪ ঘণ্টার মধ্যে খুনের সাথে জড়িত তার বাড়ির ভাড়াটিয়া মামাতো-ফুফাতো ভাই বাবলা ও সুমন ইসলামকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। এরপর উঠে এসেছে খুনের চাঞ্চল্যকর তথ্য।

পিবিআই খুনিদের কাছ থেকে উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত চাকু ও নিহতের শরীরের স্বর্ণালঙ্কার। এর আগে নিহত শাহানারা সানার ছোট ছেলে ইউসুফ হোসেন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই সূত্র জানায়, বাবলা ও সুমন ছিনতাইকারী। কয়েকমাস আগে শেখহাটি আদার্শপাড়ায় শাহানারা বেগম সানার বাড়ি ভাড়া নেয় বাবলা ও তার মামাতো ভাই সুমন। এখানে থেকে নানা অপকর্ম করতো তারা। বাড়ি ভাড়াও দিত না। এসব বিষয় সহ্য করতে পারেননি শাহানারা। এ কারণে তিনি বাবলা ও সুমনকে তার বাড়ি থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এ নিয়ে তাদের মধ্যে গোলযোগও বাধতো। বিভিন্ন সময় বিষয়টি নিয়ে বাবলা হুমকিও দিয়েছে শাহানারাকে। এক পর্যায়ে তারা জানতে পারে শাহানারার অনেক সোনার গয়না রয়েছে।

গত ৩০ অক্টোবর দুপুরে শাহানারার স্বামী আতিয়ার রহমান ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বের হন। এসময় বাড়িতে একা ছিলেন শাহানারা। এ সুযোগ কাজে লাগায় বাবলা ও সুমন। চাকু নিয়ে ঘরে ঢুকে শাহানারাকে হত্যা করে ঘরে থানা সোনার গহনা নিয়ে চম্পট দেয়। যাবার সময় বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে যায়। সন্ধ্যায় শাহানারার স্বামী বাড়িতে এসে দেখেন বাইরে থেকে ঘরে তালা দেয়া। এসময় ডাকাডাকি করে না পেয়ে স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে শাহানারার স্বামী তার ছেলের বাড়িতে যান। সেখানেই রাত থাকেন। পরের দিন তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন শাহানারার মরদেহ।

আরও পড়ুন: ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দেয়া নিয়ে দ্বন্দ্বে গৃহবধূকে হত্যা

পিবিআই সূত্র আরও জানায়, ঘটনার পরই পিবিআই যশোরের ইন্সপেক্টর মোস্তফা, এসআই ডিএম নুর জামাল ও গোলাম আলীর সমন্বয়ে একটি টিম বিষয়টি নিয়ে তদন্তে নামে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রাম থেকে আটক করে বাবলা ও সুমনকে। আটকের পর তারা হত্যার ঘটনা স্বীকারও করে।

তারা জানিয়েছেন, বাবলা ও সুমন শাহানারাকে হত্যা করে সরাসরি চলে যায় অভয়নগরের আকিজ সিটির পাশে তার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। সেখানে গোপন স্থানে হত্যায় ব্যবহৃত চাকু রেখে দেয়। এছাড়া ওই আত্মীয়ের কাছে সোনার গহনা রেখে দশ হাজার টাকা নিয়ে চলে যায় সাতক্ষীরার ঝাউডাঙ্গায়। তার মাধ্যমেই সাতক্ষীরার কেড়াগাছী সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করে দু’জন। কিন্তু তার আগেই পিবিআই তাদেরকে ধরে ফেলে। পরে তাদের স্বীকারোক্তিতে অভয়নগর থেকে হত্যায় ব্যবহৃত চাকু ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে পিবিআই।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, বাবলা ও সুমন পেশাদার ছিনতাইকারী। এর আগে পিবিআই যশোরের টিম মাগুরা জেলা থেকে তাদেরকে ছিনতাইকরা ইজিবাইকসহ আটক করে আদালতে সোপর্দ করেছিল। পরবর্তীতে জামিনে বের হয়ে একই কর্মকান্ডে জড়িয়ে পড়ে তারা। এরা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে অপকর্মে লিপ্ত হতো। শাহানারার বাড়িতে থেকেও একই কাজ করতো। যা শাহানারা জানতে পেরে প্রতিবাদ করেন। এ ক্ষোভ ও সোনার লোভে হত্যা করা হয় শাহানারাকে।

তিনি আরও বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখছেন পিবিআই কর্মকর্তারা। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

শাহানারার ছেলে দায়েরকৃত মামলায় উল্লেখ করেন, ভাড়ার টাকা নিয়ে আসামিদের সাথে তার মায়ের প্রায় সময় কথা কাটাকাটি হয়। এর ফলে তার পিতা ও মাকে খুন জখমের হুমকি দেয় তারা। ওইদিন তার বাবা মাকে খুঁজে না পেয়ে মোবাইল ফোনও করেন। কিন্তু ফোন বন্ধ পান। পরদিন সকালে তার বড় ভাই ও পিতা স্থানীয় লোকজন নিয়ে বাড়িতে গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং দেখেন ঘরের মেঝেতে তার মায়ের মরদেহ পড়ে রয়েছে। তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহৃ ছিল, মেঝেতে রক্ত। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!