আত্মগোপনে থেকেও রেহাই পেলেন না ৩৩ মামলার পলাতক আসামি কাজী তারেক। শেষ পর্যন্ত ধরা পড়লেন যশোর ডিবি পুলিশের জালে। যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আটক হওয়া তারেক শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে।
বুধবার (৭ মে) দুপুরে এক বিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, তারেকের বিরুদ্ধে রয়েছে মাদক, চোরাচালান, বিস্ফোরক, হত্যা ও অস্ত্রসহ মোট ৩৩টি মামলা। এর মধ্যে রয়েছে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, একটি করে খুন ও অস্ত্র এবং ৪টি অন্যান্য মামলা। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে আদালতের ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা। মঙ্গলবার গভীর রাতে তাকে শংকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি নিজের ছদ্মনাম ও পরিচয় দেন। পরে এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগেও তারেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। এ ঘটনা ছিল তারেকের বহুমাত্রিক অপরাধচক্রের একটি অংশমাত্র।
খুলনা গেজেট/এএজে