খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন করলেন চৌগাছার কৃতি সন্তান উজ্জ্বল হোসেন

চৌগাছা প্রতিনিধি

ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন করলেন যশোরের চৌগাছার কৃতি সন্তান উজ্জ্বল হোসেন। তিনি ইংল্যান্ডের লিংকনস্ ইন থেকে এই ডিগ্রী অর্জন করেছেন। গত ২৭ জুলাই ইংল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৬ টায় লিংকনস্ ইন এর ট্রেজারার নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বার অ্যাট ল ডিগ্রীর সনদপত্র গ্রহণ করেন। এদিকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

উপজেলা ফুলসারা ইউনিয়নের কুটালীপুর গ্রামের আব্দুল হামিদ ও আনোয়ারা বেগমের সন্তান উজ্জ্বল হোসেন। তিনি সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন।  মাড়ুয়া ওকলাহুমা ইউছুপ আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি ও সলুয়া আদর্শ কলেজ থেকে ২০০১ সালে এইসএসসিতে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন। ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে অধ্যায়ন শেষে এলএলবি অনার্স এলএলএম ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর যশোর আইনজীবী সমিতির সদস্য হয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাকটিস করেন।

২০১২ তে হাইকোর্ট বিভাগের প্রাকটিস পারমিশন পরীক্ষায় কৃতকার্য হয়ে সেখানে প্রাকটিস শুরু করেন তিনি। হাইকোর্টে প্রাকটিস চলাকালীন তিনি ইংল্যান্ডের বার স্টান্ডার্ড বোর্ডে (বিএসবি) আবেদন করেন। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিংকনস্ ইন এর সদস্যপ্রাপ্ত হন এবং বার অ্যাট ল ডিগ্রী অর্জন করেন।

এদিকে অ্যাডভোকেট উজ্জ্বল হোসেনের ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রী অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক এম শাহীন, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, সহসভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংবাদিক খালেদুর রহমান, রিয়াজুল ইসলাম, বাবলুর রহমান, কবিরুল ইসলাম, টিপু সুলতান, রেজাউল করিম সাগর, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, মহিদুল ইসলাম, সাব্বির হোসেন প্রমূখ।

খুলনা গজেটে/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!